আসসালা মুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমাদের এই ওয়েবসাইট টি মুলত ভুতুরে কাহিনীর জন্য । আপ্নারা অনেকেই ভুতের কাহিনি শুনতে পছন্দ করেন। আর এমন অনেকেই আছেন যারা ভুতের কাহিনী না শুনলে ঘুমাতেই পারেন না। আপনাদের জন্যই আমাদের এই ওয়েবসাইট bhooture.org
আপনারা হয়তবা রাসেল্ভাই এর ভুত এফ এম শুনতেন এবং সেটা ২০১০ থেকে শুরু করে ২০২০ পর্যন্ত ছিল।
এখন অনেকেই যানেন যে ভুত এফ এম বন্ধ।কেন বন্ধ হল বা কি কারনে বন্ধ হল সেটা তারাই ভাল যানেন। প্রথমেই ধন্যবাদ দিতে চাই রাসেল ভাই কে। এবার আশি মুল কথায়।যেহেতু ভুত এফ এম বন্ধ এবং আপ্নারা নতুন কিছু চাইছেন সেই চিন্তা মাথার রেখে আবার রাসেল ভাই ফিরে এসেছে নতুন এক উপহার নিয়ে।
রাসেল ভাই নতুন শো শুরু করেছেন যার নাম দেয়া হয়েছে bhoot.com fear with Russell
এই শো এবং ভুতের সবা কাহিনী শুনতে পাবেন প্রতি শুক্রবার রাত ১১.৫৯ মিনিটে সরাসরি স্বাধীন এপ।
এই শো শোনার জন্য আপনাদের যা করতে হবে। তা হচ্ছে প্রথমে প্লে স্টোরে গিয়ে স্বাধীন এপ ডাউনলোড করতে হবে এবং প্রয়োজনীয় সব তথ্য দিয়ে একটা একাউন্ট করতে হবে ব্যা কাজ শেষ। কিন্তু এখানে চার্জ এবং শর্ত প্রযোজ্য। তাই আর দেরি না করে এপ্স টি ডাউনলোড করে নিন এবং শুনুন bhoot.com।
please do not enter any spam link in the comment box.